১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১৩

দেশের মানুষ ও আমার পরিবারের ভাগ্য এক সূত্রে গাঁথা: খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক:

দেশের মানুষ ও আমার পরিবারের ভাগ্য এক সূত্রে গাঁথা হয়ে গেছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ বৃহস্পতিবার আদালতে দেয়া জবানবন্দীতে তিনি একথা বলেন।
খালেদা জিয়া বলেন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমাকে রাজপথে নামতে হয়েছিলো। বরাবরই প্রমাণ হয়েছে বাংলাদেশ ও এ দেশের জনগণের ভাগ্যের সঙ্গে আমার নিজের এবং আমার পরিবারের ভাগ্য এক সূত্রে গাঁথা হয়ে গেছে। আমার নাগরিক অধিকার হরণ করা হয়েছে বারবার। আমার বিরুদ্ধে অব্যাহতভাবে অসত্য ও কুৎসিত অপপ্রচার চালানো হয়েছে।
মাননীয় আদালত, আমি যত সামান্য মানুষই হই না কেন, আমার প্রতি বর্তমান শাসকমহলের আচরণের কারণ, পটভূমি ও প্রেক্ষাপটের ব্যপ্তি কিন্তু সামান্য নয়। দেশ ও জাতির দুর্দশা থেকে এটিকে আলাদা করে দেখা যাবে না।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :অক্টোবর ২৬, ২০১৭ ১:৪১ অপরাহ্ণ