১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৩

কমলনগরে বাস খাদে, আহত ১০

নিজস্ব প্রতিবেদক:

লক্ষ্মীপুরের কমলনগরে একটি বাস খাদে পড়ে শিশুসহ ১০ যাত্রী আহত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রামগতি-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের চরলরেন্স বেরার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- শিশু রেশমি আক্তার, মো. কামাল, রৌশন আক্তার, মারফত উল্যাহ, আলী হোসেন, মো. জিহাদসহ ১০ জন। আহত তিনজনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

স্থানীয়রা জানায়, সকাল সাড়ে দশটার দিকে রামগতি থেকে লক্ষ্মীপুরগামী চাঁদনী সুপার (ঢাকা মেট্টো জ ১১-০০৪০) লোকাল বাস ঘটনাস্থলে পৌঁছলে সামনের চাকা পাংচার হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদের মধ্যে মুমুর্ষূ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য রেশমি আক্তার, মো. কামাল ও রৌশন আক্তারকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :অক্টোবর ২৬, ২০১৭ ১:২৬ অপরাহ্ণ