১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০০

শাহজালাল বিমানবন্দরে বৌদ্ধ এনজিও প্রধানকে আটক

নিজস্ব প্রতিবেদক:

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বৌদ্ধ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধানকে সন্ত্রাসবাদের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার এক প্রতিবেদনে উশিত মংকে গ্রেফতারের খবর জানায় বিবিসি বাংলা।
এতে উল্লেখ করা হয়, গত ১৯ অক্টোবর মিয়ানমার যাওয়ার সময় বিমানবন্দর থেকে উশিতকে র‍্যাব আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।  পরে সন্ত্রাসবাদ আইনের মামলায় তাকে গ্রেফতার দেখায় পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশ জানিয়েছে, গ্রেফতার উশিত মং বাংলাদেশের নাগরিক। তবে তার স্ত্রী মিয়ানমারের নাগরিক এবং সেখানেই তিনি বসবাস করেন। তারা দুজনই রাখাইন জাতিগোষ্ঠীর সদস্য। বিমানবন্দর থানার ওসি নূর-ই আজম মিয়া জানিয়েছেন, গ্রেফতারকৃত উশিত মং রাখাইন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নামে একটি এনজিও পরিচালনা করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উশিত পার্বত্য চট্টগ্রাম এলাকায় এবং কক্সবাজারে এই এনজিওর স্বেচ্ছাসেবীমূলক কর্মকাণ্ড থাকার কথা বললেও পুলিশ এখনও তার দৃশ্যমান কিছু প্রমাণ পায়নি। তবে পুলিশ নিশ্চিত হয়েছে যে, উশিত মংয়ের স্ত্রী মিয়ানমারেও এই এনজিওর কর্মকাণ্ড পরিচালনা করেন। গ্রেফতার উশিত মংয়ের বাড়ি ঝালকাঠি জেলায় বলে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে। তবে উশিত মং পার্বত্য এলাকায় থাকতেন এবং মিয়ানমার যাওয়া-আসা করতেন। ঢাকায় পুলিশ তার বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা করেছে। ওসি নূর-ই আজম মিয়া বলেন, এই ব্যক্তিকে গ্রেফতারের সময় তার কাছ থেকে অতিরিক্ত মিয়ানমারের মুদ্রা এবং মার্কিন ডলার উদ্ধার করা হয়েছে। পুলিশ একটি ল্যাপটপও পেয়েছে। সেই ল্যাপটপে উশিত মং এবং তার স্ত্রীর অস্ত্র নিয়ে কিছু ছবি রয়েছে।
এর সঙ্গে কিছু তথ্য পুলিশ পেয়েছে। এগুলোকে ভিত্তি করে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পুলিশ ধারণা করছে, এনজিওর আড়ালে উশিত মং মূলত অবৈধ অস্ত্রের কেনাবেচা করেন।
পুলিশ সন্দেহ করছে, মিয়ানমারের আরাকানের সন্ত্রাসীগোষ্ঠীগুলোকে এই ব্যক্তি অর্থ সহায়তা করে এবং অস্ত্র সরবরাহ করে থাকে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :অক্টোবর ২৬, ২০১৭ ১২:৪৭ অপরাহ্ণ