১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আজ শুরু

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে অনার্স (সম্মান) ভর্তি পরীক্ষা বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। বাণিজ্য অনুষদের অধীন ‘সি’ ইউনিট দিয়ে শুরু হয়ে শেষ হবে ২৯ অক্টোবর বিজ্ঞান অনুষদের ‘এ’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে।

এ বছর ৪ হাজার ৯২৪টি আসনে ভর্তির জন্য মোট আবেদন জমা পড়েছে ১ লাখ ২৬ হাজার ৫৭টি। ফলে প্রতি আসনের বিপরীতে লড়বে ২৬ ভর্তিচ্ছু শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির সদস্য সচিব ও একাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার এস. এম আকবর হোসাইন আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও হাটহাজারী ও নগরীর ১০টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এ ভর্তি পরীক্ষা।

বরাবরের মতো এবারও পরীক্ষা কেন্দ্রে ক্যালকুলেটর, মোবাইল ফোন বা টেলিযোগাযোগে সক্ষম কোনো ইলেক্ট্রনিকস ডিভাইস, যন্ত্র ও ঘড়ি সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

প্রকাশ :অক্টোবর ২৬, ২০১৭ ১২:৫৫ অপরাহ্ণ