৩রা ডিসেম্বর, ২০২৪ ইং | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:২৯

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক:

সিরাজগঞ্জের বেলকুচির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগের মামলায় আসামি জেলা ছাত্রলীগ সহ-সভপাতি রিয়াদ আহম্মেদ ওরফে রিয়াদ হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার রাতে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সাইফুর রহমান ও সাধারণ সম্পাদক এস.এম. জাকির হোসাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণ দেখিয়ে তাকে বহিষ্কার করা হয়। সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, বিয়ের প্রলোভনে গত ৭/৮ মাস থেকে বেলকুচির এক স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে গত মঙ্গলবার আদালতে রিয়াদ আহম্মেদসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করা হয়। মামলার অপর আসামিরা হলেন- বেলকুচির চরচালা গ্রামের আরমান হোসেন, একই গ্রামের আল-আমিন হোসেন ও রুবেল শেখ, কলাগাছি গ্রামের রতন শেখ ওরফে পিচ্চি রতন এবং গাড়ামাসি গ্রামের নিমাই ডাক্তারের ছেলে পাপ্পু। এদিকে, আদালতে মামলাটি করার পর তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে দায়িত্ব দেয়া হয়েছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :অক্টোবর ২৬, ২০১৭ ১২:৩৯ অপরাহ্ণ