অনলাইন ডেস্ক
‘সিমরন’ ছবিতে প্রবাসী ভারতীয় হয়ে ভিন্ন মেজাজে দেখা যাবে বলিউড তারকা কঙ্গনা রানাওয়াতকে। নিজের সোন্দর্য ও ফিটনেস নিয়ে রীতিমত নিরীক্ষাও করছেন তিনি।
ছবিটি পরিচালনা করেছেন হংসল মেহতার। ছবির অন্য রকম টিজারও তৈরি হয়েছে। তবে তা সংলাপে নয়, সংগীতের মাধ্যমে। টিজার প্রকাশের আগেই ছবির কাহিনী নিয়ে চলছে আলোচনা। কেউ-কেউ মন্তব্য করেছেন এটি সাসপেন্স থ্রিলার ধর্মী ছবি। যার সঙ্গে বর্ণবৈষম্য বিষয় জড়িত।
আবার একপক্ষ বলছে, ছবির কাহিনী এক এনআরআই গুজরাটি মহিলাকে কেন্দ্র করে। যেখানে স্বামীর ঋণের দায় থেকে বাঁচাতে ব্যাংক ডাকাতির ফন্দি করেন স্ত্রী।আসল কাহিনী কী-‘সিমরন’ ছবির। এ বিষয়ে মুখ না খুলে রহস্যই রেখে দিয়েছেন কঙ্গনা। তবে এইটুকু জানা গেছে- ‘সিমরন’ ছবিতে ‘সিমরন’ নামে নারীর চরিত্রে অভিনয় করেছেন তিনি।
n/h =ddj
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

