১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫৪

বেনাপোলে বস্তাভর্তি টাকাসহ পাচারকারী আটক

নিজস্ব প্রতিবেদক:

বেনাপোলের সাদিপুর সীমান্ত থেকে বুধবার রাতে ভারত থেকে পাচার হয়ে আসা বস্তাভর্তি ৬৫ লাখ টাকাসহ বাংলাদেশি এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। আটক মোস্তাব আলী (৪০) সীমান্তবর্তী সাদিপুর গ্রামের তোরাব আলী ছেলে। ৪৯ বিজিবি কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুল হক জানান, সাদিপুর সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ হুন্ডির টাকা পাচার হয়ে বাংলাদেশে আসছে এমন সংবাদে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে বস্তাভর্তি টাকাসহ মোস্তাব আলীকে আটক  করে। পরে রাত ১১টায় বিজিবি ক্যাম্পে বস্তা খুলে এর ভেতর থেকে ৬৫ লাখ বাংলাদেশি টাকা পাওয়া যায়। আটক টাকাসহ রাতেই মোস্তাব আলীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা হযেছে।

আটক মোস্তাব জানান, টাকাগুলো ভারত থেকে মানি এক্সচেঞ্জের এক মালিক বাংলাদেশে বেনাপোল চেকপোস্টে একটি বড় মানি চেঞ্জারে পাঠিয়েছিলেন।

প্রকাশ :অক্টোবর ২৬, ২০১৭ ১০:৪৪ পূর্বাহ্ণ