২৪শে নভেম্বর, ২০২৪ ইং | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৪:১৩

মালিকে হারিয়ে বিশ্বকাপ ফাইনালে স্পেন

স্পোর্টস ডেস্ক:

চতুর্থবারের মত বিশ্বকাপ ফাইনালে খেলছে স্পেন অনুর্ধ্ব-১৭ ফুটবল দল। বুধবার মুম্বাইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে মালি অনুর্ধ্ব-১৭ দলকে সেমিফাইনালে ৩-১ গোলে হারিয়েছে তারা। স্ট্রাইকার আবেল রুইজ করেছেন জোড়া গোল। ২৮ অক্টোবর ফাইনালে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড। কলকাতার বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে একটি ‘অল ইউরোপ ফাইনালই’ দেখতে যাচ্ছে ফুটবল বিশ্ব। ইউরোপ সেরা স্পেন প্রথম থেকেই ছড়ি ঘুরিয়েছে মালির ওপর। ম্যাচের ১৯ মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন স্প্যানিশ স্ট্রাইকার রুইজ। ৪৫ মিনিটে আবার গোল করেন তিনি। তবে প্রথমার্ধে আরো দুটি গোল পেতে পারত স্পেন। মালি গোলরক্ষক ইউসুফ কোইটার বীরত্বে তা হয়নি। রুইজ নিজেও একটি সহজ সুযোগ হাতছাড়া করেন। দ্বিতীয়ার্ধে মালির একটি গোল নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। মিডফিল্ডার ওমর দোউকুরের নেয়া একটি শটে বল স্পেনের গোলবারে লেগে মাটিতে ড্রপ করে ফিরে আসে। মনে হয়েছিল বলটি ড্রপ করেছে গোললাইনের ভেতর। কিন্তু সহকারি রেফারি গোলের সংকেত না দেয়ায় শুরু হয় বিতর্ক। স্পেন তখনো ২-০ গোলে এগিয়ে। এরপর ফেরান তোরেসের গোলে ব্যবধান ৩-০ করে তারা। ৭৪ মিনিটে মালি ফরোয়ার্ড লাসানা এন’দিয়ায়ে একটি গোল করলেও আর কোন বিপদে পড়েনি স্পেন। ৯০ মিনিট শেষে ৩-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।

বুধবার অন্য সেমিফাইনালে ৩-১ ব্যবধানে ব্রাজিলকে হারিয়ে প্রথমবারের মত ফাইনালে উঠেছে ইংল্যান্ড। অল ইউরোপ ফাইনালে ২৮ অক্টোবর স্পেনের বিপক্ষে মাঠে নামবে তারা।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :অক্টোবর ২৬, ২০১৭ ১০:৩৫ পূর্বাহ্ণ