২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১২

হাইড্রোজেন বোমার হুমকি শুধু আক্ষরিক নয় : রি ইয়ং-পিল

আন্তর্জাতিক ডেস্ক:

উত্তর কোরিয়া সতর্ক করে দিয়ে বলেছে, দেশটি প্রশান্ত মহাসাগরে হাইড্রোজেন বোমার পরীক্ষা চালানোর যে হুমকি দিয়েছে তা শুধু আক্ষরিক নয়, বরং একে যেন গুরুত্বসহকারে গ্রহণ করা হয়। মার্কিন নিউজ চ্যানেল সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তা রি ইয়ং-পিল এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেন, তার দেশ এ পর্যন্ত মুখে যা বলেছে বাস্তবে তাই করে দেখিয়েছে। ইরানি গণমাধ্যম পার্স টুডের খবরে বলা হয়েছে, গত মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং-হো ঘোষণা করেন, তার দেশ অদূর ভবিষ্যতে একটি শক্তিশালী হাইড্রোজেন বোমার পরীক্ষা চালাতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই সম্মেলনে দেয়া ভাষণে উত্তর কোরিয়াকে ‘সম্পূর্ণ ধ্বংস’করে ফেলার হুমকি দেয়ার পরপরই রি ওই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

বুধবার সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে উত্তর কোরিয়ার ওই কর্মকর্তা আরো বলেন, ‘আমাদের পররাষ্ট্রমন্ত্রী আমাদের সর্বোচ্চ নেতার (কিম জং-উন) পরিকল্পনা সম্পর্কে সম্যক অবহিত। কাজেই আমার মনে হয়, তার বক্তব্যকে তিনি যেভাবে বলেছেন সেভাবেই গ্রহণ করা উচিত।’

রি ইয়ং-পিল বলেন, ‘আমেরিকা সামরিক পদক্ষেপ নেয়ার কথা বলছে, এমনকি সামরিক মহড়াও চালাচ্ছে। তারা সকল ক্ষেত্রে আমাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করছে। আপনি যদি ভেবে থাকেন, এই প্রক্রিয়ায় কূটনৈতিক পন্থার দিকে এগুনো যাবে তাহলে আপনি চরম ভুলের মধ্যে রয়েছেন।’

উত্তর কোরিয়া গত জুলাই মাসে দুটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর পর আমেরিকার সঙ্গে দেশটির সম্পর্কে উত্তেজনা তুঙ্গে উঠে। উত্তর কোরিয়ার ওই ক্ষেপণাস্ত্র দিয়ে আমেরিকার মূল ভূখণ্ডের প্রায় সবখানে হামলা চালানো সম্ভব বলে বিশেষজ্ঞরা মনে করছেন। উত্তর কোরিয়া দাবি করছে, এসব ক্ষেপণাস্ত্র পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :অক্টোবর ২৬, ২০১৭ ১০:৫৯ পূর্বাহ্ণ