২৫শে নভেম্বর, ২০২৪ ইং | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৪:০৫

সিরিজ জিতল বাংলাদেশ ‘এ’ দল

ক্রীড়া প্রতিবেদক :

পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের চারটির তিনটিতে জিতে এক ম্যাচ হাতে রেখেই সফরকারী আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ দল। বাকি একটিতে ফল হয়নি। বুধবার সিরিজের চতুর্থ ওয়ানডেতে আয়ারল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করে শান্ত-এনামুলরা।

বুধবার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ড ‘এ’ দল প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১৭০ রান সংগ্রহ করে। জবাবে বাংলাদেশ ‘এ’ দল ১৯.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে জয় তুলে নেয়।

আল-আমিন ৪০ বলে ৮ চার ও ২ ছক্কায় সর্বোচ্চ ৬৭ রান করেন। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ ৪৭ রান। মাত্র ২৬ বলে ৪টি চার ও ৩ ছক্কায় এই রান করেন শান্ত। এ ছাড়া উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকির হাসান ২২ রান করেন। বল হাতে আয়ারল্যান্ডের ব্যারি ম্যাককার্থি ২টি উইকেট নেন।

তার আগে আয়ারল্যান্ডের ১৭০ রানের ইনিংসে ব্যাট হাতে একাই ৮৩ রান যোগ করেন অধিনায়ক অ্যান্ডি বালবিরনি। ৫১ বলে ৭টি চার ও ৪ ছক্কায় এই রান করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান করেন টেরি। থম্পসন ১৩ ও ম্যাব্রিনি ১২ রান করেন। বল হাতে বাংলাদেশ ‘এ’ দলের আমরান আলী ৩টি উইকেট নেন।

বাংলাদেশ দল জিতলেও ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন আয়ারল্যান্ডের অধিনায়ক অ্যান্ডি বালবিরনি।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :অক্টোবর ২৫, ২০১৭ ৭:১৪ অপরাহ্ণ