নিজস্ব প্রতিবেদক :
একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নির্বাচনী অংশীজনদের সঙ্গে বিভিন্ন ধাপে সংলাপ সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)।প্রায় তিন মাসব্যাপী ধারাবাহিকভাবে সুশীল সমাজ, গণমাধ্যম, রাজনৈতিক দল, পর্যবেক্ষক, নারী নেত্রী, নির্বাচন পরিচালনা বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপ শেষ করেছে নির্বাচন আয়োজনকারী সাংবিধানিক প্রতিষ্ঠানটি।সংলাপে উঠে আসা বিভিন্ন বিষয় জানাতে সংবাদ সম্মেলনে আসছে কে এম নুরুল হুদা নেতৃত্বাধীন নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার সকাল ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এ সংবাদ সম্মেলন হবে।
ইসির জনসংযোগ পরিচালক (যুগ্ম সচিব) এসএম আসাদুজ্জামান বলেন, সুশীল সমাজ, গণমাধ্যম, রাজনৈতিক দল, পর্যবেক্ষক, নারী নেত্রী, নির্বাচন পরিচালনা বিশেষজ্ঞদের সঙ্গে সফল সংলাপ-পরবর্তী সংবাদ সম্মেলনের আয়োজন করেছে কমিশন। সংলাপে পাওয়া বিভিন্ন বিষয় সম্পর্কে বিস্তারিত জানানো হবে। বৃহস্পতিবার সকাল ১১টায় নির্বাচন কমিশন ভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা, চার নির্বাচন কমিশনার, ইসির ভারপ্রাপ্ত সচিবসহ সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন বলে জানান তিনি।
একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন সংস্কার, সীমানা পুনঃনির্ধারণসহ ঘোষিত রোডম্যাপ নিয়ে কে এম নুরুল হুদা নেতৃত্বাধীন নির্বাচন কমিশন রাজনৈতিক দলসহ বিভিন্ন অংশীজনদের সঙ্গে সংলাপ করেছে।
উল্লেখ্য, ২০১৯ সালের ২৮ জানুয়ারির পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। গত ১৬ জুলাই একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রোডম্যাপ ঘোষণা করে ইসি।
দৈনিক দেশজনতা /এন আর