২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১২

থাইল্যান্ড থেকে আড়াই লাখ টন চাল আমদানির অনুমোদন

নিজস্ব প্রতিবেদক:

খাদ্যের মজুদ বাড়াতে আরো আড়াই লাখ টন চাল সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে সরকার।জি টু জি পদ্ধতিতে থাইল্যান্ড থেকে দেড় লাখ টন সিদ্ধ চাল আমদানি করা হবে এবং জাতীয় উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১ লাখ টন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে। আড়াই লাখ টন চাল আমদানিতে ব্যয় হবে ১ হাজার ১৭ কোটি ১৪ লাখ টাকা।

বুধবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের কক্ষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে চাল আমদানির দুটি প্রস্তাবসহ নয়টি ক্রয় প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠকে কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের জ্যেষ্ঠ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বৈঠকে শেষে অনুমোদিত ক্রয় প্রস্তাবের বিভিন্ন দিক তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান।

মোস্তাফিজুর রহমান বলেন, প্রতি টন চালের দাম নির্ধারণ করা হয়েছে ৪৬৫ ডলার। এই দরে দেড় লাখ টন চাল আমদানি করতে খরচ হবে ৫৭৮ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকা। চালের জরুরি প্রয়োজনীয়তার কথা বিবেচনায় নিয়ে থাই কর্তৃপক্ষকে এলসি খোলার ৯০ দিনের মধ্যে দেড় লাখ টন সিদ্ধ চাল সরবরাহের সময় বেঁধে দেওয়া হয়েছে।

তিনি বলেন, থাইল্যান্ড থেকে যে দরে চাল আমদানি করা হচ্ছে তা বর্তমান আন্তর্জাতিক বাজার দরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এ অবস্থায় দেশের চালের মজুদ সুসংহত করা এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় জরুরি সরকারি বিতরণ ব্যবস্থা সচল রাখার স্বার্থে সরকারিভাবে এ চাল আমদানি করা প্রয়োজন ছিল।

মোস্তাফিজুর রহমান আরো বলেন, এ ছাড়া জাতীয় উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১ লাখ টন সিদ্ধ চাল আমদানি করার অনুমোদন দিয়েছে কমিটি। জাতীয় উন্মুক্ত দরপত্রের মাধ্যমে বিদেশি উৎস থেকে আমদানিতব্য প্যাকেজ-১ এর আওতায় ১ লাখ টন চাল আমদানি করা হবে। প্রতি টন ৪৩ হাজার ৭২০ টাকা থেকে ৪৫ হাজার ২৭০ টাকা হারে দেশের ৩৮টি কেন্দ্রের ১৭টি প্রতিষ্ঠান এই চাল সরবরাহ করবে। ১ লাখ টন চাল আমদানিতে ব্যয় হবে ৪৩৮ কোটি ২২ লাখ ৪৮ হাজার টাকা।

 

অর্থমন্ত্রীর সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে বাংলাদেশি উদ্যেক্তাদের মালয়েশিয়ায় বিনিয়োগ এবং থাইল্যান্ড থেকে দেড় লাখ টন চাল আমদানি প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :অক্টোবর ২৫, ২০১৭ ৭:০৭ অপরাহ্ণ