১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৩৫

কুড়িগ্রামে ইয়াবাসহ যুবক আটক

কুড়িগ্রাম প্রতিবেদক:

কুড়িগ্রামের রৌমারী উপজেলার হাজীরহাট এলাকা থেকে ১৮৯ পিস ইয়াবাসহ জাহিদুল (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে তাকে আটক করে রৌমারী থানা পুলিশ।আজ সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে ওই যুবককে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

আটক জাহিদুল রৌমারী উপজেলার শান্তির চর গ্রামের খোরশেদ আলমের ছেলে।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, আটক জাহিদুলের বিরুদ্ধে রৌমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :অক্টোবর ২৫, ২০১৭ ৫:৪১ অপরাহ্ণ