১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫৭

ফরিদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক:

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ শামসুল হক মোল্লাকে (৩৮) প্রতিপক্ষের লোকজন কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ সকালে এ ঘটনা ঘটে।এসময় আহত হয় কমপক্ষে ৭ জন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের গুড়দিয়া গ্রামে বিএনপি নেতা শামসুল হক মোল্লার সাথে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলছিল ইলিয়াস মোল্লার। বুধবার সকালে শামসুল হক জমিতে ধান কাটতে গেলে প্রতিপক্ষের লোকজন তাতে বাঁধা দেয়। এসময় শামসুল হক মোল্লা ও তার সহযোগীদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে প্রতিপক্ষের লোকজন। হামলাকারীরা এসময় কুপিয়ে মারাত্বক ভাবে আহত করে ৭ জনকে। আহতদের মধ্যে ৬ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাকি ১ জনকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বেলা ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শামসুল হক মোল্লা।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক স্বপন কুমার জানান, শামসুল আলমের পেটের ডান পাশ গুরুতর জখম ছিল। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে শামসুল হক। এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :অক্টোবর ২৫, ২০১৭ ৫:২৩ অপরাহ্ণ