২৪শে জানুয়ারি, ২০২৫ ইং | ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২৬

আজই ৩৭তম বিসিএস পরীক্ষার ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক:

৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল আজ বুধবারই প্রকাশিত হচ্ছে। সরকারি কর্ম কমিশন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। পরীক্ষার ফলাফল চূড়ান্ত হয়ে গেছে। আজ বিকাল সাড়ে তিনটায় কমিশন সভা আহবান করা হয়েছে। ৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষা শেষ হয় চলতি বছরের ২৩ মে। গত বছরের ৩০ সেপ্টেম্বর প্রিলিমিনারি পরীক্ষা হয়। এতে অংশ নেন ২ লাখ ৪৩ হাজার ৪৭৬ জন পরীক্ষার্থী। ৩৭তম বিসিএসের প্রিলিমিনারী পরীক্ষায় ৮ হাজার ৫২৩ জন উত্তীর্ণ হন।
প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে ১ হাজার ২২৬ জনকে নিয়োগ দিতে ২০১৬ সালের ২৯ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।
দৈনিকদেশজনতা/ আই সি
প্রকাশ :অক্টোবর ২৫, ২০১৭ ৩:১৮ অপরাহ্ণ