ম্যাচটা ভারতের জন্য সিরিজ নির্ধারণী। এক কথায় বললে মহাগুরুত্বপূর্ণ ম্যাচ। কিন্তু সেই ম্যাচের আগে আলোচনায় উঠে এলো অন্য বিষয়। বুধবার যে মাঠটায় খেলা, সেই পুনে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের কিউরেটর পানদুরাং সালগাওকার টাকার বিনিময়ে পিচের ধরণ বদলাতে চেয়েছিলেন। তার কাছে বুকি সেজে যাওয়া ছদ্মবেশী সাংবাদিকদের প্রস্তাবে রাজি হয়েছিলেন তিনি। যার জন্য বহিষ্কারও হতে হয়েছে তাকে। যে ম্যাচটির আগে এমন ঘটনা ঘটেছে, সেটি এদিন হবে কি না তা নিয়ে সংশয় ছিল। বুধবার অবশ্য যথাসময়ে ম্যাচ মাঠে গড়িয়েছে। সেই ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমেছে নিউজিল্যান্ড। প্রথম ওয়ানডেটা যারা জিতেছিল ৬ উইকেটে। এ অবস্থায় নিউজিল্যান্ডের সংগ্রহ ৬ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ২৬ রান।
ভারত একাদশ: বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, রোহিত শর্মা, দিনেশ কার্তিক, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, জাসপ্রিত বুমরাহ ও যুজবেন্দ্র চাহাল।
নিউজিল্যান্ড একাদশ: কেন উইলিয়ামসন (অধিনায়ক), মার্টিন গাপটিল, কলিন মুনরো, রস টেলর, টম ল্যাথাম, হেনরি নিকোলস, কলিন ডি গ্র্যান্ডহোম, মিশেল স্যান্টনার, অ্যাডাম মিলনে, টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট।
দৈনিকদেশজনতা/ আই সি