স্পোর্টস ডেস্ক
চোটের সঙ্গে পেরে উঠলেন না সুইস কিংবদন্তী রজার ফেদেরার। আর তাই চলতি মাসে শুরু হওয়া ফ্রেঞ্চ ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিচ্ছেন এই তারকা। মঙ্গলবার টুইটারে নিজেই এ তথ্য প্রকাশ করেছেন ১৮ বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী।
এ সম্পর্কে রজার ফেদেরার বলেছেন, দুর্ভাগ্যবশত এ বছরও ফ্রেঞ্চ ওপেন খেলা হচ্ছে না। আমি আমার ফ্রান্সের সমর্থকদের মিস করবো। তবে উইম্বলডনের প্রস্তুতির জন্য ফরাসি ওপেনে খেলতে পারলে ভালো হতো।

এর আগে মায়ামি ওপেন জেতার পর ফ্রেঞ্চ ওপেন ওপেনে অংশ নিতে টানা দু’মাস বিশ্রামে ছিলেন ৩৫ বছর বয়সী রজার ফেদেরার। কিন্তু শেষ পর্যন্ত লাল মাটির কোর্টে এবারো নামা হচ্ছে না তার।
উল্লেখ্য, চলতি মাসের ২৮ তারিখ থেকে শুরু হবে মৌসুমের দ্বিতীয় গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট ফ্রেঞ্চ ওপেন।
n/h =ddj
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

