১১ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৪

মেঘনায় নৌকাডুবি, ২ জেলে নিহত

দেশজনতা ডেস্ক :

লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীতে কালবৈশাখী ঝড়ে নৌকাডুবির ঘটনায় দুই জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও একজন। মঙ্গলবার সকালে নদী থেকে দুই জেলের লাশ উদ্ধার করেন স্থানীয়রা।

নিহতরা হলেন, উপজেলার বালুর চর গ্রামের হারুনের ছেলে বাগন আলী (১৫) ও একই এলাকার বাসিন্দা নুর নবী (৪২)। তবে নিখোঁজ মো. হেলালের (৩২) পরিচয় জানা যায়নি।

এর আগে সোমবার দিনগত রাত ২টার দিকে ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়।
রামগতি থানার সহকারী উপ-পরিদর্শক (এসআই) মাইন উদ্দিন জানান, রাতে মেঘনায় নৌকা নিয়ে মাছ শিকারে যান চার জেলে। ঝড়ের কবলে পড়ে তাদের নৌকাটি উল্টে ডুবে যায়।

তাৎক্ষণিকভাবে আরেকটি নৌকার জেলেরা একজনকে উদ্ধার করতে সক্ষম হন। বাকিদের মধ্যে মঙ্গলবার স্থানীয়রা দু’জনের লাশ উদ্ধার করেন। এক জেলে এখনও নিখোঁজ রয়েছেন।

দৈনিক দেশজনতা/এমএইচ

প্রকাশ :মে ১৬, ২০১৭ ১:১৬ অপরাহ্ণ