২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:২৫

আর্থিক প্রতিবেদন প্রকাশ ৭ কোম্পানির

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৭ কোম্পানি ৩০ সেপ্টেম্বর সমাপ্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এর মধ্যে ৬টি কোম্পানি তৃতীয় প্রান্তিকের ( জানুয়ারি থেকে সেপ্টেম্বর’১৭) ও ১ কোম্পানি ( জুলাই থেকে সেপ্টেম্বর’১৭) প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিগুলোর প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য সূত্রে জানা গেছে।

উত্তরা ব্যাংক : তৃতীয় প্রান্তিক অর্থাৎ ৯ মাসে (জানুয়ারি থেকে সেপ্টেম্বর’১৭) ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২.৭৬ টাকা এবং এককভাবে ২.৮১ টাকা। এর আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ২.৭৫ টাকা এবং এককভাবে ইপিএস ছিল ২.৭৪ টাকা। এদিকে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে সমন্বিত ইপিএস হয়েছে ০.৭৩ টাকা এবং এককভাবে ০.৮০। এর আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ০.৬৮ টাকা এবং এককভাবে ০.৬৭ টাকা।

এছাড়া ৯ মাসে ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৩৪.৩৪ টাকা এবং শেয়ার প্রতি সমন্বিত নগদ কার্যকর প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১২.৬০ টাকা।

ঢাকা ব্যাংক : তৃতীয় প্রান্তিক অর্থাৎ ৯ মাসে (জানুয়ারি থেকে সেপ্টেম্বর’১৭) ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১.৫০ টাকা এবং এককভাবে ১.৩৬ টাকা। এর আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ১.৫৯ টাকা এবং এককভাবে ইপিএস ছিল ১.৫৪ টাকা। এদিকে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে সমন্বিত ইপিএস হয়েছে ০.৬৭ টাকা এবং এককভাবে ০.৬১। এর আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ০.৪৪ টাকা এবং এককভাবে ০.৪৪ টাকা।

বিডি ফাইন্যান্স : তৃতীয় প্রান্তিক অর্থাৎ ৯ মাসে (জানুয়ারি থেকে সেপ্টেম্বর’১৭) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ০.৫১ টাকা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ০.৩৫ টাকা।

এদিকে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০.০৪ টাকা। এর আগের বছর একই সময়ে লোকসান ছিল ০.৮০ টাকা।

এছাড়া ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৪.৯১ টাকা এবং শেয়ার প্রতি সমন্বিত নগদ কার্যকর প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৮.৭৩ টাকা।
ইসলামিক ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট

তৃতীয় প্রান্তিক অর্থাৎ ৯ মাসে (জানুয়ারি থেকে সেপ্টেম্বর’১৭) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৮৩ টাকা। এর আগের বছর একই সময়ে ইপিএস ছিল ০.৮৪ টাকা। এদিকে জুলাই থেকে সেপ্টেম্বর’১৭ পর্যন্ত তিন মাসে ইপিএস হয়েছে ০.১০ টাকা। এর আগের বছর একই সময়ে ইপিএস ছিল ০.২৮ টাকা।

এছাড়া ৯ মাসে ব্যাংকটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৩.৩১ টাকা এবং শেয়ার প্রতি নগদ কার্যকর প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৪.১৮ টাকা।

লিন্ডে বাংলাদেশ : তৃতীয় প্রান্তিক অর্থাৎ ৯ মাসে (জানুয়ারি থেকে সেপ্টেম্বর’১৭) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪০.৮০ টাকা। এর আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৪১.৪৬ টাকা। এদিকে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে ইপিএস হয়েছে ১২.৫৪ টাকা। এর আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৯.৫৮ টাকা।

এছাড়া ৯ মাসে ব্যাংকটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২১৯.৭৪ টাকা এবং শেয়ার প্রতি নগদ কার্যকর প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৪২.৯৫ টাকা।

বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স : তৃতীয় প্রান্তিক অর্থাৎ ৯ মাসে (জানুয়ারি থেকে সেপ্টেম্বর’১৭) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.২৮ টাকা। যা এর আগের বছর একই সময়ে ছিল ১.৩৬ টাকা। এদিকে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে ইপিএস হয়েছে ০.১২ টাকা। যা এর আগের বছর একই সময়ে ছিল ০.১৩ টাকা।

এছাড়া ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২০.০৭ টাকা এবং শেয়ার প্রতি নগদ কার্যকর প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১.১৩ টাকা।
এস আলম কোল্ড রোল্ড স্টীলস

প্রথম প্রান্তিকে (জুলাই থেকে সেপ্টেম্বর১৭) কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ০.৩৩ টাকা। যা এর আগের বছর একই সময়ে ছিল ০.১৯ টাকা। ইপিএস ৭৪ শতাংশ বেড়েছে।
একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৯.৮৮ টাকা এবং মেয়ার প্রতি সমন্বিত নগদ কার্যকর প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ০.৫৭ টাকা (মাইনাস)।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :অক্টোবর ২৫, ২০১৭ ১০:০৯ পূর্বাহ্ণ