২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:৪৫

ফেনীতে আমন ধান ও সবজি পানিতে নিমজ্জিত ৫ হাজার হেক্টর

নিজস্ব প্রতিবেদক:

টানা তিনদিনের বৃষ্টিতে ফেনীর নিম্নাঞ্চল প্লাবিত হয়ে গেছে। এতে জেলার ৬ উপজেলায় ৪ হাজার ৬১৮ হেক্টর জমির আমন ধান পানিতে নিমজ্জিত রয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ১০০ হেক্টর শীতকালীন সবজি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অবিরাম বর্ষণ ও পাহাড়ি ঢলের পানির চাপে কহুয়া নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে পরশুরাম উত্তর বাজারের ফিরোজ মজুমদারের বাড়ির সামনে বেড়িবাঁধ ভেঙে যায়। টানা বৃষ্টিতে চিথলিয়া ইউনিয়নের মুহুরী নদীর ধনিকুন্ডা এবং নোয়াপুর নামক স্থানে ভাঙনের কারণে ধনিকুন্ডা, নোয়াপুর, অলকা, অনন্তপুর, রামপুর, দুর্গাপুর গ্রাম প্লাবিত হয়েছে।

বক্সমাহমুদ ইউনিয়নের কহুয়া নদীর বাগমাড়া ও টেটেশ্বর নামক স্থানে ভাঙনের কারণে প্লাবিত হয়েছে উত্তর গুথুমা, বাঘমারা ও টেটেশ্বর গ্রাম। একইভাবে ফুলগাজীর মুহুরী ও সিলোনিয়া নদীর ভেঙে যাওয়া বাঁধের স্থান দিয়ে পানি প্রবেশ করে সদর ইউনিয়নের নিলক্ষী, গোসাইপুর, উত্তর শ্রীপুর, দেড়পাড়া, শাহাপাড়া, ঘনিয়ামোড়া, বাসুরা, গোসাইপুর, দৌলতপুর, মুন্সীরহাট ইউনিয়নের নোয়াপুর, করইয়া ও বদরপুর, তারালিয়া, কমুয়া, কামাল্লা, পৈথার, দরবারপুর ইউনিয়নের বসন্তপুর, আমজাদ হাট ইউনিয়নের ধর্মপুর, মনিপুর, জিএমহাট ইউনিয়নের শ্রীচন্দ্রপুর, বশিকপুর গ্রামসহ ২০টি গ্রাম প্লাবিত হয়েছে।

এছাড়া সোনাগাজীর উপকূলীয় এলাকায় বেশ কিছু এলাকা পানিতে নিমজ্জিত হয়ে যায়। এসব জেলায় ৪ হাজার ৭১৮ হেক্টর ফসলি জমির ক্ষতি হয়েছে। এর মধ্যে ফুলগাজী ও পরশুরাম উপজেলায় ক্ষতির পরিমাণ বেশি। ফুলগাজীতে রোপা আমনের ক্ষতি হয়েছে ২ হাজার ৬’শ হেক্টর ও ১০ হেক্টর সবজি। পরশুরামে রোপা আমনের ক্ষতি হয়েছে ২ হাজার ২৮০ হেক্টর ও ৩০ হেক্টর সবজি। এছাড়া ছাগলনাইয়ায় ৪৬৮ হেক্টর রোপা আমন ও ৫ হেক্টর সবজি, দাগনভূঞা উপজেলায় ১০০ হেক্টর রোপা আমন ও ২৫ হেক্টর সবজি, সোনাগাজী উপজেলায় ১০০ হেক্টর রোপা আমন ও ২৫ হেক্টর সবজি, সদর উপজেলায় ৭০ হেক্টর রোপা আমন ও ৫ হেক্টর সবজি পানিতে নিমজ্জিত হয়ে ক্ষতির শিকার হয়েছে।

ফেনী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. খালেদ কামাল জানান, মঙ্গলবার তিনি ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ার পানি কবলিত এলাকা পরিদর্শন করেছেন। পানি কমতে শুরু করেছে। এভাবে কমতে থাকলে ক্ষতির পরিমাণ কমে আসবে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :অক্টোবর ২৫, ২০১৭ ১০:১৫ পূর্বাহ্ণ