১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৫৫

জন্মদিনে পথশিশুদের খাওয়ালেন পরীমনি

বিনোদন ডেস্ক:
পরীমনির আজ  জন্মদিন। ২৪ তম  জন্মদিনটিকে আলাদাভাবেই উপভোগ করেন। উদযাপনও করেন ভিন্ন আঙ্গিকে।জন্মদিনের প্রথম প্রহরে প্রিয় মানুষদের সান্নিধ্যে কেটেছে সময়। প্রথম প্রহরেই কেটেছেন কেক।
দ্বিতীয় ধাপে, অনাথ ও সুবিধাবঞ্চিত শিশুদের সাথে জন্মদিন পালন করলেন পরীমনি। হাসিমুখের অজস্র শিশু মুখের সাথে কাটানো দিনময় সেসব ছবি শেয়ার করেছেন নিজের ফেসবুক টাইমলাইনে। ছবিতে দেখা যাচ্ছে পরীমনি বাচ্চাদের সাথে হাসিখুশি অবস্থায় কখনো আনন্দ করছেন, বেলুন ফুলাচ্ছেন আবার কখনো তাদেরকে ভালোমন্দ খাওয়াচ্ছেন।
 পরীমনির জন্মদিনে তৃতীয় আয়োজনে থাকছে গণমাধ্যম কর্মীদের সাথে আনন্দময় সময় অতিক্রম করা। রাজধানীর বনানীর একটি রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়েছে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :অক্টোবর ২৪, ২০১৭ ৯:১৬ অপরাহ্ণ