২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৪:৪১

জেএসসি-জেডিসিতে ৩০ মিনিট আগে কেন্দ্রে যেতে হবে

নিজস্ব প্রতিবেদক:

পাবলিক পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ বাধ্যতামূলক করেছে সরকার। আগামী ১লা নভেম্বর থেকে শুরু হতে যাওয়া জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা থেকে এই নিয়ম কার্যকর হবে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

শিক্ষামন্ত্রী বলেন, মোবাইল ফোনের মাধ্যমে প্রশ্ন ফাঁস ঠেকাতে এই ব্যবস্থা নেয়া হচ্ছে। জেএসসি-জেডিসির পরীক্ষার্থীরা নির্ধারিত সময়ে পরীক্ষার হলে প্রবেশ না করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আমরা স্ট্রংলি বলছি, আধ ঘণ্টা আগে পৌঁছাতে হবে। তবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন জানান, পরীক্ষা শুরুর ৩০ আগে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হবে।

এই সময়ের পর কোনো পরীক্ষার্থী এলে তাকে আর হলে ঢুকতে দেয়া হবে না।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :অক্টোবর ২৪, ২০১৭ ৮:৪৫ অপরাহ্ণ