বগুড়া প্রতিবেদক:
বগুড়ার শাজাহানপুর উপজেলায় এক কোটি টাকা মূল্যের হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে বগুড়া ব্যাটালিয়ন পুলিশের একটি অপরেশন টিম শাজাহানপুরের ফুলতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
৪-এপিবিএনের অপারেশন টিমের সহকারী পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, তার কাছ থেকে ১০০ গ্রাম করে ১০টি প্যাকেটে হোরোইন পাওয়া যায়। যার আনুমানিক মূল্য এক কোটি টাকা। সে নাটোরের সিংড়া উপজেলার হাসান আলীর ছেলে। তিনি শাজাহানপুরের ফুলতলা এলাকায় বসবাস করেন।
দৈনিক দেশজনতা /এন আর
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

