১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৫৭

রুপার বোনকে চাকরি দিলেন স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

টাঙ্গাইলে চলন্ত বাসে গণধর্ষণের পর হত্যার শিকার সিরাজগঞ্জের  জাকিয়া সুলতানা রুপার বোন পপিকে চাকরি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। আজ মঙ্গলবার দুপুরে সরকারি ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগে অফিস সহকারি পদের নিয়োগপত্র স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

রুপার বড় ভাই হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডা. এহসানুল কবির জগলুল, জেনারেল ম্যানেজার মো. সেলিম তার ছোট বোন পপির হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দেন। বগুড়ার এসেনশিয়াল ড্রাগের কার্যালয়ে তাকে অফিস সহকারি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

গত ১লা সেপ্টেম্বর স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম তাড়াশে রুপার পরিবারকে শান্তনা ও সমবেদনা জানাতে গিয়ে পরিবারকে নগদ ১ লাখ টাকা প্রদান করেন ও রুপার বোন পপিকে সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেন।

প্রসঙ্গত, গত ২৫শে আগস্ট শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে টাঙ্গাইলের মধুপুর থানা পুলিশ ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের পঁচিশ মাইল এলাকার রাস্তার পাশ থেকে অজ্ঞাত লাশ হিসাবে উদ্ধার করেন রুপাকে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :অক্টোবর ২৪, ২০১৭ ৭:০৭ অপরাহ্ণ