১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০২

রংপুরে ভুয়া লাইসেন্সের আরও ৪৯ আগ্নেয়াস্ত্র জব্দ

নিজস্ব প্রতিবেদক:

রংপুরে জেলা প্রশাসকের (ডিসি) সই জাল করে দেয়া ভুয়া লাইসেন্সের আরও ৪৯টি অস্ত্র জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ কাজে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন ডিসি অফিসের জেএম শাখার অফিস সহকারী শামসুল ইসলাম।মঙ্গলবার রংপুর দুদক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপপরিচালক মোজাহার আলী সরদার।

তিনি জানান, গত ২ আগস্ট থেকে অস্ত্র ও লাইসেন্স জব্দ শুরু হয়। এ পর্যন্ত ৩১৩টি আগ্নেয়াস্ত্র ৩ হাজার ৫৩০ রাউন্ড কার্তুজ জব্দ করা হয়েছে। এর মধ্যে ২৪৮টি শটগান ও ৬৫টি একনলা বন্দুক রয়েছে।

উপপরিচালক মোজাহার আলী সরদার জানান, লাইসেন্সধারীরা ১২টি আগ্নেয়াস্ত্রের দোকান থেকে এসব অস্ত্র ক্রয় করেছিলেন। এর মধ্যে ৮টি দোকানের আগ্নেয়াস্ত্র ক্রয়-বিক্রয় সংক্রান্ত রেজিস্ট্রারসহ সকল রেকর্ডপত্র জব্দ করা হয়েছে। আরও ৪০-৫০টি অবৈধ লাইসেন্স ও আগ্নেয়াস্ত্র জব্দের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

মোজাহার আলী সরদার আরও বলেন, ‘রংপুর ডিসি অফিসের জেএম শাখার অফিস সহকারী শামসুল ইসলাম ও ওই শাখার ভলিউম থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এখন পর্যন্ত ৩ শতাধিক ভুয়া অস্ত্রের হদিস পাওয়া গেছে। আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া বন্ধ থাকাকালীন তিনি তা দিয়েছেন; যা গুরুতর অপরাধ।’

তিনি আরও জানান, শামসুল ইসলাম আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে অস্ত্র ক্রেতাদের নাম-ঠিকানা বলেছে। এ ছাড়া তার অস্ত্রের ক্রেতা সংগ্রহের মূলহোতা আব্দুল মজিদকেও গ্রেফতার করা হয়েছে। তাদের দেয়া নাম-ঠিকানা অনুয়ায়ী নোটিশ পাঠিয়ে সংশ্লিষ্টদের অস্ত্র জমা দিতে বলে দুদক। সেই ধারাবাহিকতায় অস্ত্র জব্দ করা হচ্ছে।

দুদক উপপরিচালক মোজাহার আলী বলেন, ‘রংপুর ডিসি অফিসের জেএম শাখায় অফিস সহকারী হিসেবে কর্মরত অবস্থায় শামসুল ইসলাম বিভিন্ন সময়ে ডিসির সই জাল করে আগ্নেয়াস্ত্রের ভুয়া লাইসেন্স দিয়েছেন। তিন দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে তিনি দুদক ও পুলিশের কাছে বিষয়টি স্বীকার করেন।’

এ ঘটনায় ডিসি কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা অমূল্য চন্দ্র রায় বাদী হয়ে একটি মামলা করেন। মামলাটির তদন্ত করছেন দুদকের সহকারী পরিচালক আতিকুল ইসলাম। পরে কোতয়ালী থানায় অস্ত্র আইনে আরও একটি মামলা হয়। মামলাটি দুদকে স্থানান্তরের পর রংপুর র‌্যাব-১৩ সদস্যরা গত ৬ জুলাই ঢাকা থেকে শামসুল ইসলামকে গ্রেফতার করে। এরপর গত ১৭ সেপ্টেম্বর টাঙ্গাইল থেকে তার সহয়োগী আব্দুল মজিদকে গ্রেফতার করা হয়।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :অক্টোবর ২৪, ২০১৭ ৭:৫৮ অপরাহ্ণ