নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর বিমানবন্দর থেকে আশুলিয়ার চন্দ্রা পর্যন্ত এ যাবত দেশের সবচেয়ে বড় উড়াল সড়কের (ফ্লাইওভার) অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। মঙ্গলবার একনেকে এটিসহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণে সাড়ে ১৩ হাজার কোটি টাকার পৃথক প্রকল্প অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন একনেকের চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে প্রকল্পগুলো নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া অনুশাসন সম্পর্কে ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
তিনি জানান, উত্তরবঙ্গের সঙ্গে রাজধানীর দ্রুতগতির সড়ক যোগাযোগ প্রতিষ্ঠায় বিমানবন্দর থেকে চন্দ্রামোড় থেকে পর্যন্ত হচ্ছে দেশের সবচেয়ে বড় উড়াল সড়ক ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেস ওয়ে। ১৬ হাজার কোটি টাকার এ প্রকল্পের কাজ শেষ হবে ২০২২ সাল নাগাদ। এরপর দেশবাসী এর সুবিধা ভোগ করতে পারবেন।
রাজধানীতে উত্তরবঙ্গের যানবাহনের মূল প্রবেশদ্বার চন্দ্রা-আশুলিয়া বিমানবন্দর মহাসড়ক ধরে ২৪ কিলোমিটার দীর্ঘ এই উড়াল সড়ক হবে ২ লেনের। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু হয়ে আবদুল্লাহপুর, আশুলিয়ার পথ ধরে নবীনগর মোড় ও ইপিজেড দিয়ে চন্দ্রা মোড় পর্যন্ত হবে এই উড়াল সড়ক।
পরিকল্পনামন্ত্রী জানান, ২০২২ সালের মধ্যে এটি তৈরি হলে আশুলিয়া ও ইপিজেড শিল্প এলাকার যানজট এড়িয়ে দ্রুতগতি পাবে উত্তরবঙ্গের সঙ্গে রাজধানীর সড়ক যোগাযোগ। তিনি আরও জানান, একনেকে পর্যালোচনা শেষে এটি ছাড়াও হযরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী পরিবহন সক্ষমতা, প্রযুক্তিগত সেবা ও ৫ স্তরের নিরাপত্তা নিশ্চিতে সাড়ে ১৩ হাজার কোটি টাকার পৃথক প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
এছাড়া কুমিল্লার টমছম ব্রিজ থেকে নোয়াখালীর বেগমগঞ্জ পর্যন্ত ৪ লেনের সড়ক নির্মাণে ২ হাজার কোটি টাকা, বাহাদুরাবাদ ফেরিঘাট নির্মাণে সোয়াশ’ কোটি এবং বৃহত্তর ঢাকার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে পৌনে ২ হাজার কোটি টাকার পৃথক প্রকল্পসহ মোট ৫ নতুন প্রকল্পে সাড়ে ৩৪ হাজার কোটি টাকা বরাদ্দ দেয় একনেক।
দৈনিক দেশজনতা /এমএইচ