দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক:
ভারতের রোহিঙ্গা বিরোধী নীতির কারণে সেখান থেকেও সংখ্যালঘু জাতি গোষ্ঠীর মানুষ বাংলাদেশে পালিয়ে আসার চেষ্টা করছে। মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, গত কয়েক সপ্তাহে বাংলাদেশে অর্ধশতাধিক রোহিঙ্গা পালিয়ে এসেছে বলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিন ধরে ভারতে বসবাসরত রোহিঙ্গারা এখন বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে। এদের অনেকেই ভারতের বিভিন্ন স্থানে গৃহকর্মী হিসেবে কাজ করতেন। এছাড়া নির্মাণ শ্রমিক ও ছোট ব্যবসার সঙ্গেও রোহিঙ্গাদের অনেকে জড়িত ছিলেন।
বিএসএফ’এর বরাত দিয়ে ইন্ডিয়া টাইমস জানায়, ভারতের উত্তর প্রদেশ, অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদ এবং পাঞ্জাবের আমবালা থেকে অন্তত ৩টি দল ২৪ পরগনা সংলগ্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। মিয়ানমার সেনাবাহিনী গত ২৫ আগস্ট রাখাইন প্রদেশে নিধন অভিযান শুরুর পর হত্যা ও ধর্ষণ থেকে বাঁচতে প্রায় ছয় লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। প্রবেশের এই ঢল এখনও অব্যাহত রয়েছে। কিন্তু এমন পরিস্থিতিতেও ভারত তাদের দেশে থাকা রোহিঙ্গাদের বের করে দেওয়ার সিদ্ধান্ত নেয়।
বিএসএফ অবশ্য বলছে, পালানোর চেষ্টায় থাকা বেশ কিছু রোহিঙ্গাকে তারা স্থানীয় পুলিশের হাতে সোপর্দ করেছে। বাহিনীর এক শীর্ষ কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান, রোহিঙ্গাদের সঙ্গে কথা বলে তারা জানতে পেরেছেন যাদের অধীনে রোহিঙ্গারা কাজ করতেন তারাই চলে যেতে বলেছে। জাতিসংঘের হিসেবে ভারতে বর্তমানে প্রায় প্রায় ৪০ হাজার রোহিঙ্গা আশ্রয়ে রয়েছে।
দৈনিকদেশজনতা/ আই সি