১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪৮

অনেক মেয়েকেই আমি বিছানায় পেয়েছি

বিনোদন ডেস্ক:

প্রায় সব মেয়ের সঙ্গেই দেখা করতাম, সম্পর্ক হত। এরপর এক দিন তাকে নিয়ে বিছানায় চলে যেতাম। তবে সেটা যে সব সময় ভালবাসার সম্পর্কের ভিত্তিতে হত, এমন নয়’- কথাগুলো অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীর। নিজের বায়োগ্রাফিতে তিনি এরকম কথাই জানিয়েছেন। নওয়াজউদ্দিন বড় মাপের অভিনেতা, সেই বিষয়ে আলাদা করে কিছু বলার নেই। তবে তার বায়োগ্রাফিতে যা লেখা আছে, তা পড়লে আপনার ধারনাই বদলে যাবে।

বায়োগ্রাফিতে নওয়াজউদ্দিন বলেন, ‘একদিন এক শুটিং সেটে আমি আর আমার সহ-অভিনেত্রী নীহারিকা সিং ( অভিনেত্রী তথা সাবেক মিস ইন্ডিয়া) নাচের মুদ্রা নিয়ে ব্যস্ত ছিলাম, হঠাৎ নীহারিকার একটা অসুবিধা হয় আর সে দৌড়ে মেকআপ ভ্যানে চলে যায়। পরিচালক জানায় ‘কাট’। আমি তাকে অনেকবার জিজ্ঞাসা করার পরও তার কাছ থেকে কোনো উত্তর পাইনি।’

তিনি বলেন, ‘তারপর আমি আর তাকে জিজ্ঞাসা করা বন্ধ করে দেই। একদিন তাকে আমার বাড়িতে ডাকি কিছু রান্না করে একসঙ্গে ডিনার করব বলে। সেদিন নীহারিকা এক অসাধারণ সিল্কের পোশাক পরে আমার বাড়িতে আসে। তারপর সে যথারীতি রান্না করে, একসঙ্গে খাওয়া-দাওয়া পর্ব মিটিয়ে গল্প করি। তাকে এতটাই অপূর্ব লাগছিল যে, আমি নিজেকে সামলাতে পারিনি। দু’জনের ইচ্ছাতেই সম্পর্কটা বিছানা পর্যন্ত গিয়ে থামে।’

নওয়াজ বলেন, ‘এরপর বহুবার আমরা শারীরিক সম্পর্কে লিপ্ত হই। তবে কোনো ভালোবাসার সম্পর্ক ছিল না আমাদের। আমি অনেক মেয়ের সঙ্গেই শারীরিক সম্পর্কে ছিলাম। তবে তাদের কখনও আমি ভালোবাসি বলিনি।’ তিনি বলেন, তবে এই ঘটনার পর আমি নীহারিকার সঙ্গে আবারও যখন শারীরিক সম্পর্কে যেতে চাই, সে জানায় অনেক হয়েছে এবার এখানে আমাদের থামা দরকার। আমি তাকে বহুবার সরি (দুঃখিত) জানাই। তবে তার কাছ থেকে উত্তর মেলেনি। ব্যাস! এখানেই শেষ।

ভারতের কলকাতা২৪ পত্রিকার খবরে বলা হয়, ঠিক এমন আরও বিস্ফোরক সব মন্তব্য নওয়াজের কণ্ঠে উঠে এসেছে তার বায়োগ্রাফিতে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :অক্টোবর ২৪, ২০১৭ ১২:২৯ অপরাহ্ণ