নিজস্ব প্রতিবেদক:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, বিএনপির এই বর্ষীয়ান নেতা দীর্ঘদিন ধরে কিডনি ডায়াবেটিসসহ নানা জটিল রোগে ভুগছেন। কয়েক মাস আগে তার শারীরিক অবস্থার অবনতির পর থেকেই তাকে নিয়মিত ডায়ালাইসিস নিতে হচ্ছে। চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য এখন তিনি সিঙ্গাপুরে যাচ্ছেন।
বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবীর খান জানান, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেবেন তরিকুল।
তরিকুল ইসলামের সঙ্গে যাচ্ছেন তার স্ত্রী অধ্যাপক নার্গিস বেগম, বড় ছেলে শান্তনু ইসলাম সুমিত এবং ছোট ছেলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত।
দৈনিক দেশজনতা /এমএইচ