২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:৪২

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে

আন্তর্জাতিক ডেস্ক:

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। মার্কিন ডলারের বিনিময় মূল্য চাঙ্গা থাকায় মূল্যবান ধাতুটির দাম কমছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের শীর্ষপদে পরিবর্তন নিয়ে সিদ্ধান্ত নিচ্ছে ট্রাম্প প্রশাসন।
পাশাপাশি মার্কিন কংগ্রেসে ২০১৮ সালের বাজেটে ডেমোক্র্যাটদের আপত্তি সত্ত্বেও বড় ধরনের কর ছাড়ের পরিকল্পনা পাসে তোড়জোড় শুরু করছেন রিপাবলিকানরা। এর জেরে ডলারের বিনিময় মূল্য ঊর্ধ্বমুখী থাকায় স্বর্ণের দাম নিন্মমুখী রয়েছে। খবর ইকোনমিক টাইমস। যুক্তরাষ্ট্রে তাৎক্ষণিক সরবরাহ চুক্তিতে প্রতি আউন্স স্বর্ণের দাম কমেছে আগের দিনের তুলনায় দশমিক ৪ শতাংশ। সোমবার প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হয় ১ হাজার ২৮৪ ডলার ৬ সেন্টে, যা পণ্যটির গত সপ্তাহের গড় মূল্যের তুলনায় ১ দশমিক ৬ শতাংশ কম।

প্রকাশ :অক্টোবর ২৪, ২০১৭ ১১:৫৪ পূর্বাহ্ণ