নিজস্ব প্রতিবেদক:
ধারাবাহিকভাবে মুষলধারে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় ফরিদপুরে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। গত তিনদিনে এই জেলায় ২০০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। এর ফলে চাষীদের আগাম শীতকালীন সবজি ও রোপা আমন ক্ষেতে পানি জমে ক্ষতির মুখে পড়েছে। নিম্নচাপের প্রভাবে সারাদেশের সঙ্গে ফরিদপুরেও প্রায় অচল হয়ে পড়ে জনজীবন। এই ধারাবাহিক বৃষ্টিপাতে জেলার সাড়ে ৩’শ হেক্টর জমিতে পানি জমে যায়।
সরেজমিনে জেলার সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের কয়েকটি মাঠে গিয়ে দেখা যায়, আগাম শীতকালীন বিভিন্ন ধরনের সবজি ও পেঁয়াজ-রসুন, সরিষা, মরিচ ক্ষেতে বড় ধরনের ক্ষতি হয়েছে। ভারি বৃষ্টি ও দমকা হাওয়ায় রোপা আমন ধানগাছ মাটি পড়ে নষ্ট হয়েছে। ক্ষেতে পানি জমে সবজি ও পেঁয়াজ-রসুন পচে গেছে।
সব ক্ষেত আবার চাষাবাদ করতে হবে বলে কৃষকরা জানিয়েছেন। আবজাল মন্ডলের ডাঙ্গী এলাকার পেঁয়াজ চাষী হারুন মাতুব্বর বলেন, তিন একর জমিতে পেঁয়াজ বীজ লাগিয়েছিলাম, সব ক্ষেতে এখন পানি, এই বৃষ্টি সর্বনাশ করে দিয়েছে। পেঁয়াজ চাষ করতে ঋণ করেছিলাম। জানি না কীভাবে সেই ঋণ শোধ করবো।
ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের চেয়ারম্যান তুহিন মন্ডল বলেন, হঠাৎ এই বৃষ্টিতে এলাকায় ৫০ হেক্টর জমির পেঁয়াজ ক্ষেত নষ্ট হয়েছে। এছাড়াও শীতকালীন বিভিন্ন ধরনের সবজির ক্ষেতও পানি জমেছে। ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জি এম আব্দুত রউফ বলেন, ‘ধারাবাহিক এই বৃষ্টিতে শীতকালীন আগাম সবজির লাল শাক, মূলাশাক, পুঁইশাকসহ রোপা আমনের ব্যাপক ক্ষতি হয়েছে। তিনি বলেন, ‘জেলার চাষীর ক্ষতির পরিমাণ তালিকা করা হচ্ছে।’
দৈনিক দেশজনতা /এমএইচ