২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:৪১

২১ বলে ৫ উইকেট উসমানের!

ক্রীড়া ডেস্ক :

উসমান খানের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে শ্রীলঙ্কার টপ অর্ডার। এটা তার দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচ। সিরিজের ৫ম ও শেষ একদিনের ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমেছিল শ্রীলঙ্কা। কিন্তু উসমান খানের বিধ্বংসী বোলিংয়ে তাদের সেই স্বপ্ন ভণ্ডুল হয়ে গেছে। প্রথম ৫ উইকেটই নিয়েছেন তিনি!

শারজাহতে টস জিতে ব্যাটিং নিয়েছিল শ্রীলঙ্কা। ইনিংসের প্রথম ওভারেই জোড়া আঘাত হানেন উসমান। আগের ম্যাচে অভিষেকে তিনি দ্বিতীয় বলেই উইকেট নিয়েছিলেন। আজ প্রথম ওভারের শেষ দুই বলে নিয়েছেন ২ উইকেট। পঞ্চম বলে বোল্ড হয়েছেন সাদিরা সামারাবিক্রমা। পরের বলে সরফরাজ আহমেদের হাতে ক্যাচ দিয়ে ফেরেন দিনেশ চান্দিমাল। দুজনই মেরেছেন ডাক!

তৃতীয় ওভারে উসমানের হ্যাটট্রিক বলটা চার হাঁকিয়েছিলেন উপুল থারাঙ্গা। তবে এক বল পরই শ্রীলঙ্কান অধিনায়ককে বোল্ড করেন উসমান। পঞ্চম বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন নিরোশান ডিকভেলা। তখন শ্রীলঙ্কার ৮ রানেই নেই ৪ উইকেট!

স্কোরটা ২০-এ যেতেই পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ফেরেন মিলিন্ডা সিরিবর্ধনেও। এবারও ঘাতক উসমান। তার চতুর্থ ওভারের তৃতীয় বলে পয়েন্টে ফখর জামানের হাতে সহজ ক্যাচ তুলে নেন সিরিবর্ধনে।

মাত্র দ্বিতীয় ম্যাচেই ৫ উইকেট পেলেন উসমান। তাও মাত্র ২১ বলের মধ্যে! ২০০১ সালের পর ওয়ানডেতে তার চেয়ে কম বলে ৫ উইকেট নিতে পেরেছেন মাত্র দুজন। ২০০৩ সালে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার চামিন্দা ভাস ১৬ বলে ও ২০১৩ সালে কানাডার বিপক্ষে অস্ট্রেলিয়ার ফন ডের গাগটেন ২০ বলে ৫ উইকেট নিয়েছিলেন।

৪ ওভার শেষে উসমানের বোলিং ফিগার ৪-০-১৮-৫!

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :অক্টোবর ২৩, ২০১৭ ৬:৪৪ অপরাহ্ণ