১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩২

তারেক রহমানের পরোয়ানার প্রতিবাদে কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে দলটি। পৃথক কর্মসূচি ঘোষণা করা হয়েছে দলটির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুবদল ও ছাত্রদলের পক্ষ থেকেও।

এ পরোয়ানার প্রতিবাদে বিএনপির পক্ষ থেকে আগামী বুধবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ সোমবার এ কর্মসূচি ঘোষণা করেন।

এদিকে, আগামীকাল মঙ্গলবার দেশের সকল জেলা সদর ও মহানগরসমূহে বিক্ষোভ কর্মসূচি পালন করবে যুবদল। সংগঠনের সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু আজ এই কর্মসূচি ঘোষণা করেন। নেতৃদ্বয় দেশের সকল জেলা ও মহানগর কমিটি সমূহকে ঘোষিত প্রতিবাদ কর্মসূচি যথাযথভাবে পালন করার জন্য অনুরোধ করেছেন।

এদিকে, তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা অবৈধ উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আগামীকাল মঙ্গলবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো: আকরামুল হাসান এই কর্মসূচির ঘোষণা দেন।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :অক্টোবর ২৩, ২০১৭ ৫:৪১ অপরাহ্ণ