১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১২

শুটিংয়ে ফিরছেন সারিকা

বিনোদন ডেস্ক:

কোরবানি ঈদের পর নিয়মমাফিক শুটিং করলেও বাবার অসুস্থতার কারণে বেশ কিছুদিন শুটিং থেকে বিরতি নিয়েছিলেন সারিকা। তার বাবা একজন ব্যাংকার। হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে প্রায় দুই সপ্তাহ হাসপাতালে রাখতে হয়। বাবাকে দেখাশোনা করতে গিয়ে সব ধরনের শুটিং বন্ধ রাখতে হয়েছিল সারিকাকে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ঈদের পর যথারীতি কাজ শুরু করেছিলাম। কিন্তু হঠাৎ বাবা এমনই অসুস্থ হয়ে পড়েন যে বাবাকে হাসপাতালে ভর্তি করাতে হয়। এমন অবস্থায় বাবার পাশে থাকা ছাড়া কোনো উপায়ও ছিল না। এছাড়া আমার মেয়েও কয়েকদিন অসুস্থ ছিল। সবমিলিয়ে গেল কয়েকটা দিন যে কীভাবে কেটেছে আমার তা বলে বুঝাতে পারব না।’
আশার কথা হল, এরই মধ্যে তার বাবা সুস্থ হয়ে উঠেছেন। মেয়েও ভালো আছে। তাই আবারও শুটিংয়ে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন সারিকা। তিনি বলেন, ‘আল্লাহর অশেষ মেহেরবানিতে বাবা এখন ভালো আছেন। সবার কাছে দোয়া চাই যেন আল্লাহ আমার বাবাকে পুরোপুরি সুস্থ করে দেন। এখন কিছুটা ফ্রি হয়েছি। তাই শিগগিরই শুটিং শুরু করব। আমার কারণে যারা সমস্যায় পড়েছেন অনাকাঙ্ক্ষিত এ কালক্ষেপণের জন্য সবার কাছে ক্ষমাপ্রার্থী। আশা করি আমার সমস্যাটা সবাই বুঝতে চেষ্টা করবেন।’ পূর্বের দেয়া সিডিউলে কাজ করতে না পারলেও যারা চাইবেন তাদের নতুন করে সিডিউল দেবেন বলে জানিয়েছেন তিনি।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :অক্টোবর ২৩, ২০১৭ ১২:০৪ অপরাহ্ণ