নিজস্ব প্রতিবেদক:
অতিবৃষ্টি ও জোয়ারের পানিতে লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলার ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে। ডুবে গেছে উপকূলীয় এলাকার বিভিন্ন রাস্তা-ঘাট। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় তিন হাজার পরিবার। এছাড়া জোয়ারে মেঘনার জেগে উঠা চর আবদুল্লাহ থেকে ভেসে গেছে শতাধিক মহিষ। গত বৃহস্পতিবার রাত থেকে শনিবার রাত পর্যন্ত টানা তিনদিনের বৃষ্টিতে লক্ষ্মীপুরের উপকুলীয় এলাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়।
রামগতি উপজেলার প্লাবিত গ্রামগুলো হলো- চরআবদুল্লাহ, চরগজারিয়া, চরআলেকজান্ডার, চরআলগী, বড়খেরী ও চরগাজী। এছাড়া কমলনগর উপজেলার প্লাবিত গ্রামগুলো হলো চরফলকন, সাহেবেরহাট, চরকালকিনি, পাটওয়ারীরহাট, চরমার্টিন, চরলরেন্স, হাজিরহাট ও চরকাদিরা।
রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর আলী জানান, অতিবৃষ্টি ও জোয়ারের পানিতে বেশ কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। রবিবার সকাল থেকে পানি নামতে শুরু করছে। এছাড়া আশ্রয়ন কেন্দ্রে আশ্রয় নেয়া দুই শতাধিক মানুষ সকালে তাদের বাসস্থানে ফিরে গেছে।
দৈনিক দেশজনতা /এনএইচ