১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৪

মালয়েশিয়ায় ভূমিধসে ৩ বাংলাদেশি নিহত

আন্তর্জাতিক ডেস্ক:
মালয়েশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য পেনাংয়ের একটি নির্মাণস্থলে ভূমিধসের ঘটনায় কমপক্ষে তিন বাংলাদেশি নির্মাণ শ্রমিক-সহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ১০ জন নিখোঁজ রয়েছেন। গতকাল শনিবার পেনাংয়ের রাজধানী জর্জ টাউনের নির্মাণাধীন সাইটের ওপর ভূমিধসের এ ঘটনা ঘটে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ধ্বংসস্তূপ থেকে তিন বাংলাদেশির লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা আরেকটি মরদেহের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। দুইজন শ্রমিক সামান্য আঘাত পেলেও ধংসস্তূপ থেকে বেরিয়ে আসতে সমর্থ হয়েছেন। এছাড়া এখনো ১০ জন নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছে কর্তৃপক্ষ। পেনাংয়ের ‘ফায়ার এন্ড রেসকিউ’ বিভাগের পরিচালক সাদন মোখতার বলেন, এখন আমাদের প্রায় ৩৫ মিটার স্তূপের মাটি সরাতে হবে। এই কাজ করতে আমাদের সমস্যার মুখে পড়তে হচ্ছে। নিখোঁজদের খুঁজতে আমরা একটি কে-নাইন ইউনিট ও তিনটি কুকুর ব্যবহার করছি।
নিখোঁজ শ্রমিকদের মধ্যে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার কর্মীরা রয়েছেন। এছাড়া এক রোহিঙ্গা ও এক পাকিস্তানি রয়েছে বলে জানা গেছে। নির্মাণস্থলের তদারকিতে নিয়োজিত এক মালয়েশীয় মাটির নিচে চাপা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ওই নির্মাণাধীন সাইটে দুইটি ৪৯তলা ভবন নির্মাণ করা হচ্ছে। তবে তাত্ক্ষণিকভাবে ভূমিধসের কারণ নিশ্চিত করা যায়নি। রাত হওয়ার কারণে আজ রবিবার সকাল থেকে আবারো উদ্ধার অভিযান শুরু হবে। রয়টার্স।

দৈনিক দেশজনতা /এনএইচ

প্রকাশ :অক্টোবর ২২, ২০১৭ ১:২৭ অপরাহ্ণ