১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:৪৮

আজ ফিরছেন তামিম, কাল মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক:

দুঃসংবাদের ধারাবাহিকতায় বাংলাদেশ ক্রিকেট দলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, শেষ হয়ে গেছে তামিম ইকবালের দক্ষিণ আফ্রিকা সফর। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ এবং দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারছেন না তিনি। ফলে আজই বাংলাদেশের উদ্দেশ্যে উড়াল দিচ্ছেন উরুর চোটে ভুগতে থাকা এই বাঁহাতি ওপেনার। এদিকে আগে থেকেই ইনজুরিতে সফর শেষ হয়ে যাওয়া মুস্তাফিজুর রহমানও দেশে ফিরে আসছেন আগামীকাল।
তামিম ডান উরুতে প্রথম চোট পান বেনোনিতে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলার সময়। ফিল্ডিং করতে গিয়ে চোট পান তিনি। পরে স্ক্যানিং করে খুব গুরুতর কিছু না পাওয়ায় প্রথম টেস্ট ব্যথা নিয়েই খেলেছিলেন তামিম। দুর্ভাগ্যজনকভাবে প্রথম টেস্টে ফিল্ডিং করার সময় আবার চোট পান একই জায়গায়। এবার স্ক্যানিং করানোর পর স্থানীয় চিকিত্সকরা তাকে ৪ থেকে ৬ সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দেন। তাই তামিম বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম অন্তত দু সপ্তাহ মিস করতে যাচ্ছেন। বিপিএল শুরু হচ্ছে ৪ নভেম্বর থেকে।
অন্য দিকে ইনজুরির কারণে ছিটকে পড়া বাংলাদেশ দলের আরেক সদস্য মুস্তাফিজ আগামীকাল ফিরবেন। মুস্তাফিজ প্রথম ওয়ানডের আগে ইনজুরিতে পড়েন। তিনি আগে ভুগছিলেন কাঁধের ইনজুরিতে। সেই পর্ব পার করে এসেছেন। এবার জাতীয় দলে ঢোকার পর নতুন আরেকটা ইনজুরিতে পড়লেন এই বাঁহাতি পেসার। অনুশীলনের সময় গোড়ালি মচকে যায় তার। মুস্তাফিজের বদলি হিসেবে ইতোমধ্যে দলের সঙ্গে গিয়ে যোগ দিয়েছেন টেস্ট খেলে ফেরা পেসার শফিউল ইসলাম।
দৈনিকদেশজনতা/ আই সি
প্রকাশ :অক্টোবর ২২, ২০১৭ ১২:৫৩ অপরাহ্ণ