২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:২৪

কেনেডি হত্যার গোপন নথি প্রকাশ করবেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি হত্যার গোপন নথি প্রকাশ করবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শনিবার এক টুইটার বার্তায় তিনি এই তথ্য জানিয়েছেন। আগামী ২৬ অক্টোবর পর্যন্ত গোপন নথি প্রকাশের সময় পাবেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর মধ্যেই তিনি এই ঘোষণা দিলেন। ট্রাম্প বলেন, আরো অধিক তথ্য পেতে বহুদিন ধরে গোপন থাকা ফাইল প্রেসিডেন্ট হিসেবে আমি প্রকাশ করতে যাচ্ছি। ১৯৬৩ সালের নভেম্বরে টেক্সাসের ডালাসে আততায়ীর গুলিতে নিহত হন কেনেডি।
কেনেডি হত্যা সংশ্লিষ্ট বেশিরভাগ তথ্যই প্রকাশ্যে এনেছে ন্যাশনাল আর্কাইভ। তবে শেষ কিস্তি গোপন আছে। ১৯৯২ সালে মার্কিন কংগ্রেসের এক সিদ্ধান্তের জানানো হয়, ২৫ বছরের মধ্যে কেনেডি হত্যার সব নথি প্রকাশ করা হবে। রয়টার্স।
দৈনিকদেশজনতা/ আই সি
প্রকাশ :অক্টোবর ২২, ২০১৭ ১২:৪৭ অপরাহ্ণ