ক্রীড়া প্রতিবেদক :
দক্ষিণ আফ্রিকা সফরে স্বাগতিকদের বিপক্ষে এখনও সফলতার মুখ দেখেনি সফরকারী বাংলাদেশ। টেস্ট সিরিজে লজ্জাজনক হারের পর প্রথম ওয়ানডেতেও ১০ উইকেটে হেরেছে টাইগাররা।
আগামীকাল দ্বিতীয় ওয়ানডেতেই ফিরছেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। ফিজিও থিলান চন্দ্রমোহনের পরামর্শে প্রথম ওয়ানডে খেলেননি তামিম। তবে দ্বিতীয় ওয়ানডে খেলতে তামিমকে অনুমতি দিয়েছেন ফিজিও। সবকিছু ঠিকঠাক থাকলে তামিমকে কাল রঙিন জার্সিতে দেখা যাচ্ছে তা নিশ্চিত।
বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার আগামীকালের ম্যাচটি হবে বোলান্ড পার্কে। গত চার বছরে এ মাঠে একটি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচও হয়নি। ২০১৩ সালের জানুয়ারিতে এ মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবশেষ খেলেছিল নিউজিল্যান্ড।
দৈনিক দেশজনতা /এন আর
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

