নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর আগারগাঁওয়ের পাসপোর্ট অফিসের সামনে থেকে ২০ দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (১৭ অক্টোবর) বেলা আড়াইটা থেকে পাঁচটা পর্যন্ত র্যাব-২ এর উদ্যোগে আগারগাঁওয়ের পাসপোর্ট অফিসের সামনে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
র্যাবের সদর দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, শেরে বাংলা নগর থানার আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে থেকে পাসপোর্ট দালাল চক্রের ২০ (বিশ) সদস্যকে প্রথমে আটক করা হয়। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. গাউসুল আজম আটক ব্যক্তিদের স্বীকারোক্তির ভিত্তিতে দোষী সাব্যস্ত করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন।
এছাড়া, অভিযান পরিচালনার সময় পাসপোর্ট অফিসের সামনে রাস্তার ওপরে ও পাশে অবৈধভাবে গড়ে ওঠা সাতটি দোকান উচ্ছেদ করা হয়। ভবিষ্যতে এই ধরনের অবৈধ ব্যবসা না করার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের নির্দেশ দেন।
আটক ব্যক্তিদের ছয়, তিন, দুই ও একমাস করে শাস্তি প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।
দৈনিক দেশজনতা /এন আর