২০শে ডিসেম্বর, ২০২৫ ইং | ৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ১১:৪০

মঙ্গলবার রাত ২টায় রওনা হচ্ছেন বেগম খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক:

টানা তিন মাসের বেশি সময় ধরে চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান শেষে মঙ্গলবার রাত ২টায় (বাংলাদেশ সময়) দেশের উদ্দেশ্যে রওনা করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।বেগম খালেদা জিয়ার মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবীর খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, লন্ডনের হিথ্রো বিমানবন্দরে বিএনপি চেয়ারপারসনকে বিদায় জানাতে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও লন্ডন বিএনপির হাজারো নেতাকর্মী সেখানে উপস্থিত থাকবেন।

বুধবার বাংলাদেশ সময় বিকেল ৫টা ৪০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে সাবেক এ প্রধানমন্ত্রীর।

উল্লেখ্য, গত ১৫ জুলাই চিকিৎসার জন্য লন্ডনে যান বেগম খালেদা জিয়া।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :অক্টোবর ১৭, ২০১৭ ৭:৪৬ অপরাহ্ণ