১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫৫

রাজধানীতে ভোর ৬টার মধ্যে ময়লা সরাতে হবে

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের সব বর্জ্য রাত ১০টা থেকে ভোর ৬টার মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি ময়লা-আবর্জনা অপসারণে কাভার্ডভ্যান ব্যবহারের নির্দেশ কেন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। ময়লা-আবর্জনা অপসারণে সুনির্দিষ্টি বিধিমালা প্রণয়নের নির্দেশ কেন দেয়া হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

আগামী চার সপ্তাহের মধ্যে পরিবেশ মন্ত্রণালয়ের সচিব, আইন সচিব, স্বরাষ্ট্র সচিব ও দুই সিটি কর্পোরেশনসহ ১৫ জনকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

এ সংক্রান্ত এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার হাইকোর্টের বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মাদ উল্লাহর সমন্বয়ে গঠিত একটি দ্বৈত বেঞ্চ এ আদেশসহ রুল জারি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এবিএম আলাতাফ হোসেন ও মাহফুজুর রহমান মিলন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন বলেন, হাইকোর্টের এই নির্দেশ অনুযায়ী ওই সময়ের পর ময়লার আর কোনো গাড়ি চালানো যাবে না। ময়লা অপসারণ করে নিয়ে যাওয়ার সময় যাতে গন্ধ না ছাড়ায় এ জন্য ঢাকনার ব্যবস্থা করতে হবে গাড়িতে। সঙ্গেসঙ্গে, আদালত বলেছেন যেহেতু ময়লা বর্জ্য অপসারণ করছে একটি প্রতিষ্ঠান তাই এটির একটি বিধি-বিধান থাকা দরকার। তাই বিধি প্রণয়নের বিষয়ে রুল জারি করেছেন আদালত।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :অক্টোবর ১৬, ২০১৭ ৭:১৮ অপরাহ্ণ