২৪শে নভেম্বর, ২০২৪ ইং | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২৫

পাকিস্তানের করাচি পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক শহর

অনলাইন ডেস্ক:
পৃথিবীর সবচেয়ে সবচেয়ে বিপজ্জনক শহর হলো পাকিস্তানের করাচি। সম্প্রতি দ্য ইকোনোমিস্ট ইনটেলিজেন্স ইউনিটের এক সমীক্ষায় এমনটিই  দাবি করা হয়।
ওই সমীক্ষায় আরো দাবি করা হয়, পৃথিবীর সবচেয়ে নিরাপদ শহর জাপানের রাজধানী টোকিও। দ্বিতীয় স্থানে রয়েছে সিঙ্গাপুর এবং তৃতীয় স্থানে রয়েছে জাপানের ওসাকা শহর।
তালিকার একেবারে শেষের দিকে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা, মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুন, ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা এবং ভিয়েতনামের রাজধানী হো চি মিন।
কোন শহর কতটা নিরাপদ তা সেখানকার সড়ক দুর্ঘটনা থেকে শুরু করে অপরাধের হারসহ বিভিন্ন বিষয় বিবেচনায় রেখে দ্য ইকোনোমিস্ট ইনটেলিজেন্স ইউনিট এই সমীক্ষা করেছে। দ্য সেফ সিটিস ইনডেক্স ২০১৭ অনুযায়ী এই সমীক্ষা চালানো হয়। সারা পৃথিবীর মোট ৬০টি শহরের ওপর সমীক্ষা চালানো হয়েছিল।
 দৈনিক দেশজনতা /এন আর 

 

প্রকাশ :অক্টোবর ১৬, ২০১৭ ৬:৫৮ অপরাহ্ণ