১১ই জানুয়ারি, ২০২৬ ইং | ২৭শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | বিকাল ৩:০৪

ফাইন্যান্সিয়াল সার্ভিস এর অপব্যবহার রোধে বিকাশের কর্মশালা

 ঝালকাঠি প্রতিবেদক:

ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এর অপব্যবহার রোধে বিকাশ এজেন্টদের সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে ঝালকাঠি জেলা পুলিশের সাথে যৌথ উদ্যোগে একটি কর্মশালার আয়োজন করেছে বিকাশ।বিকাশের শতাধিক এজেন্ট এতে অংশগ্রহণ করে

উক্ত কর্মশালায় মানি লন্ডারিং এবং সন্ত্রাসে অর্থায়নসহ নানান বিষয়ে সম্পৃক্ততার ঝুঁকি, প্রতারণা প্রতিরোধে এজেন্টদের করণীয় এবং বাংলাদেশ পুলিশ বাহিনবিকাশ কর্তৃপক্ষ ও বিকাশ এজেন্টদের সমন্বিতভাবে কাজের ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা হয়।

স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝালকাঠি জেলার পুলিশ সুপার মোঃ জোবায়েদুর রহমান। এতে সভাপতিত্ব করেন বিকাশের হেড অফ এক্সটার্নাল আফেয়ার্স এ কে এম মনিরুল করিম, আরো উপস্থিত ছিলেন রিজিওনাল সেলস ম্যানেজার সাইফুল ইসলাম।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :অক্টোবর ১৬, ২০১৭ ৭:৪৮ অপরাহ্ণ