২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:১৮

সুন্দরবনে র‌্যাবের সঙ্গে ‌‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

নিজস্ব প্রতিবেদক:
বাগেরহাটের পূর্ব সুন্দরবনে র‌্যারের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মোক্তার মোল্লা নামে এক বনদস্যু নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ২১টি আগ্নেয়াস্ত্র ও ৩৭টি গুলি উদ্ধার করা হয়েছে। আজ সোমবার শরণখোলা রেঞ্জের শৌলা খাল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বনদস্যু লিটন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড বলে র‌্যাব দাবি করেছে।
র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর সোহেল রানা প্রিন্স জানান, বনদস্যু লিটন বাহিনী তার সহযোগীদের নিয়ে সুন্দরবনের শৌলা খাল এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদ পেয়ে র‌্যাবের একটি টিম সেখানে অভিযান চালায়। এ সময় বনদস্যুরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলিবর্ষণ শুরু করলে র‌্যাবও পাল্টা গুলি চালায়। প্রায় আধা ঘন্টাব্যাপী ‘বন্দুকযুদ্ধের’ পর বনদস্যুরা বনের গহীনে পালিয়ে যায়। পরে র‌্যাব সদস্যরা সেখানে তল্লাশি চালিয়ে এক দস্যুর গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করে। নিহত মোক্তার মোল্লা বনদস্যু লিটন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড বলে সনাক্ত করা হয়েছে। তার বাড়ি খুলনা জেলার দাকোপ উপজেলায়।
নিহত দস্যুর লাশ, অস্ত্রশস্ত্র ও মালামাল শরণখোলা থানায় হস্তান্তর করা হবে বলে র‌্যাব জানিয়েছে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :অক্টোবর ১৬, ২০১৭ ৫:২৬ অপরাহ্ণ