১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:৫৭

বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ১২ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক:

২০১৮ সালের ১২ জানুয়ারি রাজধানীর উপকণ্ঠে তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিন দিনব্যাপী প্রথম পর্ব ১৪ জানুয়ারি শেষ হবে। এরপর ১৯ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি পর্যন্ত ইজতেমার দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে বলে জানান মন্ত্রী। দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আগামী বছরের ইজতেমা সম্পন্ন হবে।

সোমবার বিশ্ব ইজতেমা উপলক্ষে সচিবালয়ে আয়োজিত আইনশৃংখলা বাহিনীর বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি জানান, বিশ্ব ইজতেমা ময়দান ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে বৈঠকে।

আসাদুজ্জামান খান কামাল বলেন, এই ইজতেমায় যেহেতু গ্রাম-গঞ্জে থেকে ধর্মপ্রাণ সাধারণ মুসুল্লি আসে, তাই তাদের যেন কোনোরকম কষ্ট না হয়, সেদিকেও নজর দেয়া হবে।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :অক্টোবর ১৬, ২০১৭ ৫:৪৪ অপরাহ্ণ