১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫৮

টাঙ্গাইলে গৃহবধূকে নির্যাতনের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক:

কালিহাতী উপজেলার পৌলী গ্রামের গৃহবধু শিরিন আক্তারকে মধ্যযুগীয় কায়দায় গাছে বেঁধে স্বামী ও স্বামী পরিবারের নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় গ্রামবাসী ও নির্যাতিতের পরিবার। একাত্মতা প্রকাশ করে অংশ নেয় মানবাধিকার সংগঠন অধিকার। সোমবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগারের সহসভাপতি খন্দকার নাজিম উদ্দিন, সাংবাদিক রতন সিদ্দিকী, ব্লাস্টের সমন্বয়কারী আমিনা রহমান, উন্নয়ন সংস্থা সুপ্র’র নির্বাহী পরিচালক মঞ্জু রানী প্রামাণিক প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, দাম্পত্য জীবনে বজলুর রহমান ভোলা ও শিরিন আক্তার সুখেই ছিল। তাদের সংসারে ১২ ও ১৭ বছরের দুটি ছেলে সন্তান রয়েছে। কিন্তু হঠাৎ করে স্বামীর পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করলে নিরুপায় হয়ে শিরিনের পরিবার তিন লাখ টাকা তুলে দেয়। এতেও সন্তুষ্ট না হয়ে স্ত্রী শিরিনের উপর অমানুষিক নির্যাতন চালায় স্বামী ভোলা ও তার পরিবার। গাছের মধ্যে বেঁধে নির্মম নির্যাতনের মাধ্যমে শরীরকে অকেজো করে দিয়েছে তারা। বর্তমানে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন শিরিন। এরইমধ্যে দ্বিতীয় বিয়ে করে ভোলা। বর্বরোচিত নির্যাতনের প্রতিবাদে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :অক্টোবর ১৬, ২০১৭ ৪:৩৯ অপরাহ্ণ