নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মুগদা থানার মাণ্ডা খালে পড়ে নিখোঁজ হয়েছে হৃদয় নামে তিন বছরের এক শিশু। তবে এ ঘটনার ১৬ ঘণ্টা পার হলেও এখনও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। রোববার বিকেল ৫টার দিকে খেলতে গিয়ে ময়লা-আবর্জনায় ভরা খালের পানিতে পড়ে যায় শিশুটি। মুহূর্তের পানিতে তলিয়ে যায় সে। খবর পেয়ে গত প্রায় ১৬ ঘণ্টা ধরে উদ্ধারচেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের ডুবুরিদল। কিন্তু সোমবার সকাল ৯টা পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা যায়নি।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন মাস্টার আলী আজম জানান, তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন শিশুটিকে উদ্ধারে। তিনি জানান, নর্দমাটি অনেক উঁচু। এতে প্রচুর ময়লা-আবর্জনা থাকায় স্বাভাবিকভাবে কাজ করা যাচ্ছে না। আবর্জনা সরিয়ে উদ্ধারকাজ চালাতে বেগ পেতে হচ্ছে। এরআগে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রবিউল ইসলাম জানিয়েছেন, মাণ্ডার এ খালে আশপাশের বসতির ব্যবহার করা নোংরা পানি এসে জমে। খাল হলেও এটি স্যুয়ারেজ লাইনের মতো।
মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, খেলতে গিয়ে শিশুটি খালে পড়ে নিখোঁজ হয়। তার বাবা আব্দুস সালাম রিকশাচালক। পরিবারের দাবির কারণে সেখানে কাজ করছে ফায়ার সার্ভিস। তাদের মুগদা থানা পুলিশ সহযোগিতা করছে। জীবিত কিংবা মৃত অবস্থায় শিশু হৃদয়কে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে বলেও তিনি জানান।
দৈনিক দেশজনতা /এমএইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

