নিজস্ব প্রতিবেদক:
মাদারীপুরের কালকিনিতে সিদ্দিক উকিল নামের এক কৃষক হত্যা মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার গেপ্তারের পর সোমবার সকালে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার দুইজন হলেন-মিজান উকিল ও তার স্ত্রী আসমা বেগম।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার পশ্চিম মিনাজদী গ্রামের সিদ্দিক উকিল চলতি বছরের ২ মে বাড়ি থেকে নিখোঁজ হয়। পরে ৬জুন মুলাদী উপজেলার চরপাকড়া গ্রামের একটি পরিত্যক্ত স্থান থেকে মাটিতে পুতে রাখা অবস্থায় সিদ্দিকের লাশ উদ্ধার করে পুলিশ। পরে নিহতের স্ত্রী খাদিজা বেগম বাদী হয়ে চারজনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা করেন।
রবিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি থানা পুলিশ অভিযান চালিয়ে মাদারীপুর সদরের একটি স্থান থেকে মিজান উকিল ও তার স্ত্রী আসমা বেগমেকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃপা সিন্ধু বালা বলেন, হত্যা মামলায় তাদের দুইজনকে পলাতক অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে।
দৈনিক দেশজনতা /এমএইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

