বিনোদন ডেস্ক:
যৌতুকের দাবিতে কণ্ঠশিল্পী মিলা ইসলামকে মারধরের অভিযোগে দায়ের করা মামলায় তার স্বামী পারভেজ সানজারির জামিন ফের নাকচ করেছেন আদালত। রোববার ঢাকা মহানগর হাকিম ফাহাদ বিন আমিন চৌধুরী আসামির জামিন আবেদন নাকচ করেন। সানজারির পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবী শামীম আহাম্মদ। অপরদিকে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান কৌঁসুলি আবদুল্লাহ আবু জামিনের বিরোধিতা করেন। বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির পক্ষ থেকেও জামিনের বিরোধিতা করা হয়। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন। এর আগে চলতি মাসের ৯ অক্টোবর আসামি জামিন আবেদন করলে তা নাকচ করেন আদালত।
আদালত সূত্র জানায়, চলতি মাসের ৫ অক্টোবর রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মারধর ও যৌতুকের অভিযোগে মিলা বাদী হয়ে মামলাটি করেন। মামলা দায়েরের পরই সানজারিকে গ্রেফতার করে পুলিশ। মামলার অভিযোগে বলা হয়, বিয়ের পর পর্যায়ক্রমে কয়েকবার মারধরের ঘটনা ঘটেছে। সর্বশেষ চলতি মাসের ৩ অক্টোবর মিলাকে মারধর করেন তার স্বামী। এর আগে স্বামী ৫ লাখ টাকা যৌতুক নিয়েছেন। আরও ১০ লাখ টাকা দাবি করলে তা না পেয়ে মিলাকে মারধর করা হয়।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

